ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লিতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৪, মে ২২, ২০১৬
দিল্লিতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

ঢাকা: দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জে এক বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এমটি অলিভা নামে ২৩ বছরের ওই যুবক মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর বাসিন্দা।

শনিবার (২১ মে) ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার গভীর রাতে তাকে হত্যা করা হয়।

পুলিশের বরাত দিয়ে তারা জানায়, বাড়ি ফেরার জন্য অটোরিকশার ভাড়া করেন অলিভা। এ সময় কয়েকজন যুবক তাকে ধাওয়া করেন। হয়ত তাদের ছিনতাইয়ের উদ্দেশ্য থাকতে পারে। এ সময় দৌড়ে বাঁচতে চাইলেও তাতে ধরে পেটানো হয়। তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কয়েকজনকে আটক করেছে দিল্লি পুলিশ।

ইতোপূর্বে দিল্লির এই জায়গায় গণধর্ষণেরও ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ০৫০১ ঘণ্টা, মে ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।