ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হিজাব ছাড়া ছবি তোলায় গ্রেফতার ইরানি তরুণী 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, মে ১৭, ২০১৬
হিজাব ছাড়া ছবি তোলায় গ্রেফতার ইরানি তরুণী 

ঢাকা: হিজাব ছাড়া ইন্টারনেটে ছবি প্রকাশ করায় আট ইরানি তরুণীকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ মে) এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে খোলামেলা পোশাক পরা অবস্থায় ছবি শেয়ার দেয়ায় তাদের গ্রেফতার করা হয়।

দুই বছর ধরে গোপনে ‘স্পাইডার টু’ নামে একটি অপারেশন চালায় ইরান সরকার। ঐ অপারেশনের মাধ্যমে ১৭০ জনকে চিহ্নিত করেছে দেশটির পুলিশ। আর চিহ্নিতরা সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে নানা ভাবে জড়িত। তাদের মধ্যে মডেল এবং ফটোগ্রাফারও রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ১৭, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।