ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রিয়াল মাদ্রিদ ফ্যান ক্লাবে হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১১, মে ১৪, ২০১৬
রিয়াল মাদ্রিদ ফ্যান ক্লাবে হামলায় নিহত ১৪

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের রিয়াল মাদ্রিদ ফ্যান ক্লাবে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন।

শুক্রবার (১৩ মে) রাতে বাগদাদের ৫০ মাইল উত্তরে আল ফুরাত ক্যাফেতে তিন বন্দুকধারী এ হামলা চালায়।

নিহতদের মধ্যে রিয়াল মাদ্রিদের ভক্ত, ক্যাফে কর্মী ও অন্যান্য ক্রেতাও রয়েছে। হামলার পরে ইসলামিক স্টেট এর দায় স্বীকার করে নেয়।

এদিকে, হামলায় নিহতদের সমবেদনা জানাতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা শনিবার হাতে কালো ব্যাজ ধারণ করবেন বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মে ১৩, ২০১৬

এএনজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।