ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ট্রাম্প কখনোই প্রেসিডেন্ট হতে পারবেন না, মন্তব্য জর্জ ক্লুনির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, মে ১৩, ২০১৬
ট্রাম্প কখনোই প্রেসিডেন্ট হতে পারবেন না, মন্তব্য জর্জ ক্লুনির ডোনাল্ড ট্রাম্প ও জর্জ ক্লুনি

ঢাকা: ডোনাল্ড ট্রাম্প কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না বলে অভিমত দিয়েছেন হলিউডের নক্ষত্রসম তারকা জর্জ ক্লুনি। তিনি বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারছেন না।

এটা হচ্ছে না এ কারণে যে, আম‍াদের দেশ ভয়ের ওপর চলতে পারে না।

বৃহস্পতিবার (১২ মে) ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ক্লুনি।

তিনি বলেন, আমরা মুসলিম, অভিবাসী অথবা নারীদের ভয় পেতে চাই না। আমরা আসলে কিছুকেই ভয় পেতে চাই না।

এসময় ট্রাম্পের প্রচার-প্রচারণায় ব্যস্ত সংবাদকর্মীদেরও সমালোচনা করেন ক্লুনি। তিনি বলেন, তারা সত্যিকারের সাংবাদিকতাকে ধ্বংস করতে সহযোগিতা করছে এবং ট্রাম্পের মতো রাজনীতিককে হোয়াইট হাউসে জায়গা পেতে কাজ করছে।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ট্রাম্প আলোচনায় আসার পর থেকেই বিতর্কে রয়েছেন। মুসলিম-অভিবাসীবিরোধী ও সাম্প্রদায়িক বিভিন্ন বক্তব্য দিয়ে তিনি বিশ্ব সম্প্রদায়ের সর্বস্তরের মানুষের সমালোচনার শিকার হচ্ছেন। সেই সমালোচনার মিছিলে এবার যোগ দিলেন ক্লুনির মতো ব্যক্তিত্ব।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।