ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ৪ পুলিশকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, মে ১০, ২০১৬
নাইজেরিয়ায় ৪ পুলিশকে গুলি করে হত্যা

ঢাকা: নাইজেরিয়ার গোলযোগপূর্ণ অঞ্চল নাইজার ডেল্টার কাছে বন্দুকধারীদের গুলিতে দেশটির চার পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মে) দেশটির পুলিশের মুখপাত্র আহমেদ মোহাম্মদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

আহমেদ মোহাম্মদ জানান, দেশটির বায়েলসা রাজ্যের রাজধানী ইয়েনাগোতে যাওয়ার সময় অতর্কিত হামলার মুখে পড়েন ওই পুলিশ সদস্যরা।

এদিকে নাইজার ডেল্টায় অবস্থিত তেলের পাইপলাইনে হামলা ও অপহরণের ঘটনা দিনদিন বেড়েই চলছে। চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে সাবেক এক জঙ্গি নেতাকে আটকের নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ। এরপর থেকেই বার বার হামলার ঘটনা লেগেই রয়েছে সেখানে।  

উল্লেখ্য, নাইজেরিয়ার ডেল্টা অঞ্চলটি তেল উৎপাদনের জন্য বিশ্বে বিখ্যাত।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে ১০, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।