ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় আবারও ইসরায়েলি হামলা, বহু ভবন ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, সেপ্টেম্বর ৮, ২০২৫
গাজায় আবারও ইসরায়েলি হামলা, বহু ভবন ধ্বংস গাজা (ফাইল ফটো)

গাজা সিটিতে আবারও ইসরায়েলি হামলা জোরদার হয়েছে। ইসরায়েলি বাহিনী গাজার একটি বহুতল ভবন-আল-রুয়া টাওয়ার-বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দেয়।

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে রোববার (৭ সেপ্টেম্বর) এই হামলায় কমপক্ষে ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৪৯ জনই উত্তর গাজা থেকে বলে জানা গেছে।  

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটি দখলের অভিযানে এখন পর্যন্ত ইসরায়েল ৫০টির বেশি ভবনে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, আল-রুয়া টাওয়ার ধ্বংসের আগে তারা বাসিন্দাদের সতর্ক করে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে ভবনের আশপাশে থাকা অনেক পরিবার ও আশ্রয়হীন মানুষ পরিস্থিতির কারণে দ্রুত সরে যেতে পারেনি।

ধ্বংস হওয়া আল-রুয়া টাওয়ারটি ছিল পাঁচতলা বিশিষ্ট। এতে ২৪টি ফ্ল্যাট, একাধিক দোকান, একটি ক্লিনিক এবং একটি জিম ছিল।

গাজা সিটির আল জাজিরা ক্লাব এলাকাতেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। সেখানেও অনেক আশ্রয়হীন মানুষ অবস্থান করছিল।

ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়া আল জাজিরাকে বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। মানুষ আতঙ্কে আছে। আজ অনেকেই তাদের আশ্রয় হারিয়েছে। ইসরায়েল চায় সবাই দক্ষিণে চলে যাক, কিন্তু দক্ষিণেও কোনো নিরাপদ স্থান নেই।

ইসরায়েল গাজার বেসামরিক অবকাঠামোতে বারবার হামলা করছে, যার ফলে সাধারণ মানুষের মৃত্যু বাড়ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইয়েলের হামলায় অন্তত ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।  

এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের অন্তত ৩০ শতাংশ শিশু।

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।