ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় প্লেন হামলায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, এপ্রিল ২৮, ২০১৬
সিরিয়ায় প্লেন হামলায় নিহত ২৭

ঢাকা: সিরিয়ার উত্তর-পশ্চিমের শহর আলেপ্পোয় একটি হাসপাতাল ও পার্শ্ববর্তী আবাসিক ভবনে সরকারি বাহিনীর প্লেন হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬১ জনের মৃত্যু হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্থানীয় হোয়াইট হেলমেটস স্বেচ্ছাসেবী সংগঠনের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বলছে, বুধবার রাতে এই হামলা চালানো হয়।

স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, আল কুদস হাসপাতাল ও পার্শ্ববর্তী একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো এই বিমান হামলায় নিহতদের মধ্যে একজন দন্ত চিকিৎসক ও দুই শিশুসহ একই পরিবারের ৫ সদস্য রয়েছেন।

আলেপ্পোর পূর্বাঞ্চলে অবস্থিত আল সুক্কারি এলাকায় এ হামলা চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।