ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জন্মদিনের মিষ্টি কেড়ে নিলো ২৩ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, এপ্রিল ২৫, ২০১৬
 জন্মদিনের মিষ্টি কেড়ে নিলো ২৩ প্রাণ ছবি: সংগ্রহীত

ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মিষ্টি খেয়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

খবরে বলা হয়, ২০ এপ্রিল ছেলের জন্মদিন উপলক্ষে একটি মিষ্টির দোকান থেকে সাড়ে চার কেজি মিষ্টি কিনে আনেন হুসাইন নামের এক ব্যক্তি। ওই মিষ্টি খেয়ে তাৎক্ষণিক অসুস্থ হয়ে মারা যান পাঁচজন। এ সময় গুরুতর অসুস্থ হন ওই ব্যক্তিসহ আরও ৭৭ জন।

পরে হুসাইন, তার এক বোন ও সাত ভাইসহ মারা যান ১৮ জন। এছাড়া এ ঘটনায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় ওই মিষ্টির দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করছে দেশটির পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।