ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে আট শতাধিক আল-কায়দা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৬, এপ্রিল ২৫, ২০১৬
ইয়েমেনে আট শতাধিক আল-কায়দা সদস্য নিহত ছবি: এএফপি (AFP)

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়দার আট শতাধিক সদস্য নিহত হয়েছেন।

সোমবার সৌদির নেতৃত্বে আবর জোট দেশটিতে অভিযান চালিয়েছে বলে এসপিএ’র (সৌদির অফিসিয়াল নিউজ এজেন্সি) বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে।

 

আরব জোটের কমান্ডার বরাত দিয়ে আরও জানানো হয়, অভিযানে নিহতদের মধ্যে আল-কায়দার বেশ কিছু নেতাও রয়েছে। এছাড়া অনেকে পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।