ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনের জলে ইন্দোনেশিয়ার জাহাজ হাইজ্যাক, জিম্মি ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪২, মার্চ ২৯, ২০১৬
ফিলিপাইনের জলে ইন্দোনেশিয়ার জাহাজ হাইজ্যাক, জিম্মি ১০ ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিপাইনের জলসীমায় তাদের একটি জাহাজ হাইজ্যাকের শিকার হয়েছে। সেই সঙ্গে তাদের ১০ নাগরিককে জিম্মিও করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) ইন্দোনেশীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদটি জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটির মালিক প্রতিষ্ঠান একটি ফোনকল পাওয়ার দাবি করেছে। জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ জিম্মি ১০ জনের মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ফিলিপাইন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।