ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বারবুডায় ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, মার্চ ১৯, ২০১৬
বারবুডায় ৬ মাত্রার ভূমিকম্প

ঢাকা: পূর্ব ক্যারিবীয় অঞ্চলের বারবুডা দ্বীপের কাছে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।



শনিবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় ৫টা ২৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জোন্স অঞ্চল থেকে ১৫৩ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ২৪ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি আঘাত হানার পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ। এছাড়া, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।