ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, মার্চ ১৯, ২০১৬
ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের ইস্তাম্বুলে একটি ব্যস্ত সড়কে বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত  হয়েছেন আরও বেশ কয়েকজন।



শনিবার (১৯ মার্চ) ইস্তাম্বুলের তাকসিন স্কয়ারের কাছে ইসতিকলাল সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

এদিকে, বিস্ফোরণটিকে আত্মঘাতী বোমা হামলা বলে মনে করছে স্থানীয় প্রশাসন। নিহতদের একজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ১৩ মার্চ তুরস্কের আঙ্কারায় গাড়ি বোমা হামলায় ৩৫ জন নিহত হয়। পরে ওই হামলার দায় স্বীকার করে নেয় কুর্দিস্তান ফ্রিডম হকস (টিএকে) নামে একটি গোষ্ঠী। এটি তুরস্কের নিষিদ্ধ সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অন্যতম শাখা হিসেবে পরিচিত।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
আরএইচএস/আরএইচ

** ইস্তাম্বুলে ব্যস্ত সড়কে বিস্ফোরণ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।