ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সাউথ ক্যারোলিনায় হিলারির বিশাল জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
সাউথ ক্যারোলিনায় হিলারির বিশাল জয় ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলে প্রার্থিতার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সাউথ ক্যারোলিনা প্রাইমারিতে বিশাল জয় পেয়েছেন তিনি।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) সাউথ ক্যারোলিনায় ডেমোক্রেট দলের প্রাইমারি অনুষ্ঠিত হয়। আইওয়া ও নেভাডার পর এ নিয়ে ক্লিনটন তিনবার জয়ের দেখা পেলেন। নিউ হ্যাম্পশায়ারে বার্নি স্যান্ডার্সের কাছে তার পরাজয় ঘটে।

সুপার টুইসডে’র আগে এ বিশাল জয় হিলারির নির্বাচনী দৌড়ে আরও গতির সঞ্চার করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জয়ের প্রতিক্রিয়ায় সাবেক এই ফার্স্টলেডি সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, আগামীকাল (সোমবার) থেকে আমাদের এ প্রচারণা জাতীয় পর্যায়ে উন্নীত হবে।

এদিকে, সাউথ ক্যারোলিনায় জয়ে হিলারিকে অভিনন্দন জানিয়ে স্যান্ডার্স বলেছেন, প্রচরণার সবে শুরু। আরও অনেকটা পথ বাকি।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়রি ২৮, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।