ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ওয়াশিংটনে বন্দুকধারীর হামলা, নিহত ৫

অান্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৮, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ওয়াশিংটনে বন্দুকধারীর হামলা, নিহত ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



স্থানীয় সময় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মেসন কাউন্টির একটি প্রত্যন্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দুকধারী ওই ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করে চারজনকে গুলি করে। এর মধ্যে দু’টি শিশুও রয়েছে। এরপর নিজেকে গুলি করে আত্মহত্যা করে।

এদিকে, ঘটনার পর পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। প্রাথমিক ঘটনার বিষয়ে কোনো কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।