ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

রুশ বিমান হামলায় নিহত ৪৪ বেসামরিক সিরীয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, নভেম্বর ৩০, ২০১৫
রুশ বিমান হামলায় নিহত ৪৪ বেসামরিক সিরীয় ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত হয়েছে ৪৪ বেসামরিক নাগরিক। রোববার ইদলিব প্রদেশের অারিহা শহরের একটি বাজারে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



বাজারের পাশাপাশি বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরটির আরও বেশ কয়েকটি স্থানে হামলা চালায় রাশিয়ার যুদ্ধবিমান। হামলার সময় রুশ যুদ্ধবিমানগুলো ক্লাস্টার বোমা নিক্ষেপ করে বলে জানান স্থানীয়রা। অবশ্য বেসামরিক নাগরিক হত্যার ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য, সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের সমর্থনে গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরীয় বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া।  

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।