ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরে বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, নভেম্বর ২৮, ২০১৫
মিশরে বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: মিশরের রাজধানী কায়রোর কাছে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশকে গুলি করে মেরেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) কায়রোর অদূরে পিরামিডের শহর খ্যাত গিজার ওই তল্লাশি কেন্দ্রে এ হামলা চালায় মুখোশধারী বন্দুকধারীরা।



মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম জানায়, কয়েকজন মুখোশধারী বন্দুকধারী মোটরবাইকে চড়ে নিরাপত্তা বাহিনীর তল্লাশি কেন্দ্রে নির্বিচারে গুলি ছোঁড়ে। এতে অন্তত চার পুলিশ নিহত হন।

তবে, তৎক্ষণাৎ হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। অবশ্য, এসব হামলার জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) অভিযুক্ত করা হয়।

উত্তরাঞ্চলীয় সিনাইয়ে বোমা হামলায় দুই বিচারক ও চার পুলিশসহ সাতজন নিহত হওয়ার চার দিন পর এ হামলা চালানো হলো। সিনাইয়ের ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।