ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

খুলে দেওয়া হয়েছে আইফেল টাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, নভেম্বর ১৭, ২০১৫
খুলে দেওয়া হয়েছে আইফেল টাওয়ার ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বখ্যাত আইফেল টাওয়ার খুলে দেওয়া হয়েছে। তবে কড়া নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে প্যারিসের অন্যতম এই পর্যটন কেন্দ্রকে ঘিরে।



সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টা) খুলে দেওয়া হয় আইফেল টাওয়ার। এ সময় ফরাসি পতাকার রঙ নীল, সাদা ও লাল আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে এ স্থাপনা।

এর আগে ১৩ নভেম্বর প্যারিস হামলার ঘটনায় শনিবার (১৪ নভেম্বর) এক আদেশে আইফেল টাওয়ার, লুভর মিউজিয়ামসহ দেশের প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।