ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, নভেম্বর ১৪, ২০১৫
প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের ছবি: সংগৃহীত

ঢাকা: নিজ দেশের নাগরিকদের প্যারিস ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে বেলজিয়াম সরকার।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (১৪ নভেম্বর) ফ্রান্সের একটি বার্তা সংস্থা এ খবর দিয়েছে।



শুক্রবার (১৩ নভেম্বর) রাতে প্যারিসের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় দেড় শতাধিক লোক নিহত হওয়ার ঘটনার পর বেলজিয়াম সরকার এ সতর্কতা জারি করলো।

শুক্রবার দিনগত প্যারিসের বাতাক্লঁ থিয়েটার হল ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা।

একযোগে চালানো এসব হামলায় নিহত হন অন্তত ১৫৩ জন। আহত হন প্রায় শতাধিক লোক। হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।