ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় বছরে সাড়ে ১২ লাখ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, অক্টোবর ১৯, ২০১৫
সড়ক দুর্ঘটনায় বছরে সাড়ে ১২ লাখ প্রাণহানি

ঢাকা: যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে সড়ক ব্যবস্থাপনায়ও।

তবু সড়কে মৃত্যুর মিছিল থামছে না। প্রতিবছর সাড়ে ১২ লাখ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে সড়ক দুর্ঘটনা।

সোমবার (১৯ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সড়কে মৃত্যুর মিছিল অগ্রণহযোগ্যভাবে বড় হচ্ছে। বিশেষত অনুন্নত দেশগুলোর হতদরিদ্র লোকেরা দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, সড়কে বাসসহ অন্য পরিবহনগুলোর তুলনায় ভয়ংকরভাবে মোটরসাইকেল দুর্ঘটনার হার বেড়ে গেছে। গত তিন বছরে অতীতের তুলনায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে ৭৯টি  দেশে, বেড়ে গেছে ৬৮টি দেশে।

এ বিষয়ে হু‘র মহাপরিচালক ড. মার্গারেট চ্যান বলেন, দরিদ্র দেশগুলোতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হার অনেক বেড়ে গেছে। যেসব দেশে এ হার কমেছে, সেখানে আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন এবং সড়ক ও যানবাহন নিরাপদ করতে কর্তৃপক্ষের পদক্ষেপ ফল দিয়েছে।

তিনি বলেন, আমরা সঠিকভাবে এগোচ্ছি। সড়ক নিরাপত্তায় আমাদের গৃহীত কৌশল প্রাণ বাঁচাচ্ছে। কিন্তু এই পরিবর্তন অনেক ধীরে হচ্ছে।

এ ধরনের অপমৃত্যু ঠেকাতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন হু’র মহাপরিচালক।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।