ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

হার্ভার্ড হিউম্যানটারিয়ান পুরস্কার পেলেন কৈলাস সত্যার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০০, অক্টোবর ১৮, ২০১৫
হার্ভার্ড হিউম্যানটারিয়ান পুরস্কার পেলেন কৈলাস সত্যার্থী ছবি: সংগৃহীত

ঢাকা: হার্ভার্ড মানবিক পুরস্কার পেলেন নোবেল শান্তি বিজয়ী কৈলাস সত্যার্থী।

শিশু অধিকার রক্ষা এবং শিশুশ্রম রোধে অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে শনিবার (১৭ অক্টোবর) রাতে জানায় ভারতের সংবাদমাধ্যমগুলো।



প্রথম ভারতীয় হিসেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে ‘২০১৫ হিউম্যানটারিয়ান অব দ্য ইয়ার’ দিলো।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুরস্কার গ্রহণকালে কৈলাস সত্যার্থী বলেন, যেসব শিশুর জন্য তিনি কাজ করেছেন, এ পুরস্কার আসলে তাদেরই। তিনি আরও গভীরভাবে কাজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সেই সঙ্গে শিশুপাচারসহ তাদের নানা অধিকার প্রসঙ্গে সরকার ও সংশ্লিষ্টদের নজর দেওয়ার দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।