ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতায় একমত চীন-জাপান-দ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, নভেম্বর ১, ২০১৫
নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতায় একমত চীন-জাপান-দ. কোরিয়ার ছবি: সংগৃহীত

ঢাকা: পারস্পরিক নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতা জোরদারে একমত হয়েছেন চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতারা। সেই সঙ্গে নিজেদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনেও তারা পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন।



রোববার (০১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। ২০১২ সালের পর এই প্রথম তিন দেশের নেতারা বৈঠকে বসেছিলেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।

বৈঠকে নেতারা অন্যান্য আরও অর্থনৈতিক সহযোগিতার ব্যাপারেও একমত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।

যৌথ ওই বিবৃতিতে নেতারা বলেন, আমরা ত্রিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক পুনঃস্থাপন করেছি। ১৬ জাতির মুক্তবাজার সৃষ্টিতে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাকে (আরসিইপি) আরও জোরদারে একমত হয়েছি।

পার্ক জিউন-হাই পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, তিন নেতা উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার ব্যাপারেও একমত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।