ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, অক্টোবর ১০, ২০১৫
চীনে রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু ছবি : সংগৃহীত

ঢাকা: চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ আনহুইয়ের একটি পুরাতন রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে আনহুইয়ের উহু শহরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।



ঘটনার সময় হোটেলটির পাশে অবস্থান করা এক কর্মী বলেন, হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয়, এতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তেমন কিছু দেখা যাচ্ছিল না প্রচণ্ড ধোঁয়ায়। এরপরই এতো মানুষের মৃত্যু।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

চলতি বছর আগস্টে একই ধরনের বিস্ফোরণে দেশটিতে ১৫০ জন মানুষ প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।