ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, অক্টোবর ৬, ২০১৫
পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল ঘোষণা বি. ম্যাকডোনাল্ড ও তাকাকি কাজিতা

ঢাকা: পদার্থবিদ্যায় বিশেষ অবদানের জন্য ২০১৫ সালে নোবেল পুরস্কার পেলেন জাপানের তাকাকি কাজিতা ও কানাডার আর্থার বি. ম্যাকডোনাল্ড।

তাকাকি কাজিতা জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এবং ম্যাকডোনাল্ড কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।



মঙ্গলবার (০৬ অক্টোবর) এই ক্ষেত্রে নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। ‘নিউট্রিনো আন্দোলিত হয় এবং এর ভর আছে’ এটি গবেষণা করে প্রমাণ করায় এই দুই বিজ্ঞানীকে নোবেলের জন্য মনোনীত করা হলো।

কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, পদার্থের গভীরে কী ঘটে, এ বিষয়ে সাধারণের ধারণা বদলে দিয়েছে তাদের গবেষণা। আগে ধারণা করা হতো নিউট্রিনোস বা অতিপারমাণবিক কণার কোনো ভর নেই। কিন্তু তারা দুইজন প্রমাণ করলেন নিউট্রিনোসের ভর রয়েছে। তা আন্দোলিতও হয়।

গবেষণা করে পদার্থের অণুতে নিউট্রিনোর (electrically neutral elementary particle, বা বিদ্যুৎ নিরোপেক্ষ মৌল কণা) রূপ বদলের স্বরূপ খুঁজে কণার ভরের সাড়া পেয়েছেন তারা।

এ বছর পদার্থ ও রসায়নে নোবেল পুরস্কারের অর্থ দেবে রয়াল সুইডিশ একাডেমি অব সাইন্স। এই দুই গবেষক পাবেন ৮০ লাখ সুইডিশ ক্রোনা। ১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর এ পর্যন্ত পদার্থে ২০১ জন নোবেল পেলেন। এর মধ্যে দুইজন নারী। বুধবার (০৭ অক্টোবর) রসায়নের নোবেলের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫, আপডেট ১৮০০
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।