ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দুবাইয়ে দুই জনের রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪, অক্টোবর ৬, ২০১৫
দুবাইয়ে দুই জনের রহস্যজনক মৃত্যু

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আল-হামরিয়া অঞ্চলের একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

এদের মধ্যে একজন পুরুষ অন্যজন নারী।

প্রাথমিকভাবে তাদের পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ। তবে তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে।
 
মঙ্গলবার (০৬ অক্টোবর) দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

এ মৃত্যুর ঘটনাকে প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যা হিসেবে সন্দেহ করে। পরে অবশ্য ঘটনাটির সঙ্গে অপরাধের আলামত পাওয়া যায়।

দুবাই বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ হামিদ জানান, রোববার বেলা পৌনে ৪টার দিকে একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার সময় ভবনটির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের বেডরুমে দু’জনের দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ গিয়ে সেখান থেকে মরদেহ দু’টি উদ্ধার করে।

মৃতদের পরিবারে বিষয়টি জানানো হয়েছে বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।