ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বাবার গাড়িতে আটকা পড়ে ২ কন্যাশিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, সেপ্টেম্বর ১০, ২০১৫
বাবার গাড়িতে আটকা পড়ে ২ কন্যাশিশুর মৃত্যু

ঢাকা: ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও শহরে বাবার গাড়িতে আটকা পড়ে শ্বাসরোধে মারা গেছে দুই কন্যাশিশু।

হিমাংশি (০৪) ও তাঁর বোন পিংকি (০২) বুধবার তাঁদের বাবার গাড়িতে লুকোচুরি খেলছিল।

এ সময় গাড়ির দরজা বন্ধ হয়ে গেলে অক্সিজেন স্বল্পতায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, অনেক খোঁজাখুঁজির পর মেয়েদের না পেয়ে থানায় অভিযোগ করতে যাওয়ার সময় গাড়ির মধ্যে অচেতন অবস্থায় শিশুদের পান তাঁদের বাবা।

দ্রুত স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই কন্যাশিশুকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।