ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে সৌদি কূটনীতিকের বাসায় ধর্ষিত ২ নেপালি নারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৪, সেপ্টেম্বর ১০, ২০১৫
ভারতে সৌদি কূটনীতিকের বাসায় ধর্ষিত ২ নেপালি নারী

ভারতের রাজধানী দিল্লির কাছে গুরগাঁওয়ে এক সৌদি কূটনীতিকের বাসায় গণধর্ষণের শিকার হয়েছে দুই নেপালি নারী। বাড়িতে আটকে রেখে তাদের ওপর উপর্যুপরি শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে খবর দিয়েছে এনডিটিভি।

এই ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যটি।

‘আমাদের ওপর পশুর মতো আচরণ করা হয়েছে,’ নির্যাতীত এক নারীকে এভাবেই উদ্ধৃত করা হয়েছে খবরে।

জানানো হয়েছে, সোমবার (৭ সেপ্টেম্বর) ৪০ সদস্যের একটি পুলিশ দল ওই ক’টনীতিকের বাসায় অভিযান চালিয়ে দুই নারীকে উদ্ধার করে।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নাম উল্লেখ না করে বলা হয়েছে তাদের ওপর গণধর্ষণ, নির্যাতন ও কৃতদাসের মতো ব্যবহার করা হয়েছে।

গুরগাঁও পুলিশের প্রধান নবদ্বীপ সিং ভিরক’র বরাতে বলা হয়েছে, পুলিশের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, তবে কূটনৈতিক বিষয় জড়িত বলে বিষয়টিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে দিল্লিস্থ সৌদি দূতাবাস। তাদের তরফ থেকে একজন কূটনীতিকের বাসভবনে পুলিশ ঢুকে পড়ার ঘটনা শিষ্টাচার বহিভর্’ত বলে উল্লেখ করা হয়েছে।

দুই নারীই ওই ক’টনীতিকের বাসায় গৃহশ্রমিকের কাজ করতেন। জেদ্দায় তাদের প্রথম নিয়োগ হয়, পরে তাদের গুরগাঁওয়ে আনা হয়।

তারা জানান, ক’টনীতিকের বাসভবনে আরও পুরুষ লোক আসতের এবং তারা ওদেরও যৌন নির্যাতনের শিকার হতেন।

‘ওরা আমাদের ধর্ষণ করতো, তালাবদ্ধ করে রাখতো আর কিছু খেতে দিতো না,’ নির্যাতীত একজনের বক্তব্য এমনটাই।

বাংলাদেশ সময় ০৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।