ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় ‍বিমান হামলা চালাবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৮, সেপ্টেম্বর ১০, ২০১৫
সিরিয়ায় ‍বিমান হামলা চালাবে ফ্রান্স ম্যানুয়েল ভলস / ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস বলেছেন, শিগগিরই তার দেশ সিরিয়ায় বিমান হামলা শুরু করতে যাচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সিএনএনকে এ কথা জানান তিনি।



তিনি বলেন, ইউরোপের দেশগুলো সিরিয়ার উদ্বাস্তুদের গ্রহণ করলেই এ সমস্যার সমাধান হবে না। এ মুহূর্তে লাখ লাখ সিরীয় নাগরিক বাস্তুচ্যুত রয়েছেন।

ফরাসি প্রধানমন্ত্রী বলেন, লেবানন, তুরস্ক ও জর্ডানে শরনার্থী ক্যাম্পে রয়েছে ৪/৫ মিলিয়ন ‍উদ্বাস্তু। আমরা এ ৪/৫ মিলিয়ন উদ্বাস্তু গ্রহণ করছি না। তাই আমাদের এ সমস্যা মোকাবেলা করতে হবে।

এটি খুবই জটিল ইস্যু। অবশ্যই দীর্ঘসময়ে সিরিয়ায় আমরা কোনো রাজনৈতিক সমাধান খুঁজে পাইনি, দীর্ঘ সময়েও আমরা জঙ্গি গোষ্ঠী ‍আইএসকে ধ্বংস করতে পারিনি। বাশার আল আসাদের হাত থেকে মুক্তি পাইনি। ফলে আমরা এর কোনো সমাধান পাব না।

তিনি আরও বলেন, রাশিয়া সিরিয়ায় বাশার ‍আল আসাদকে সরমর্থন করছে। এখানে রাজৈতিক সমাধান খুঁজতে হবে। কিন্তু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সিরিয়ার সঙ্গে সংযুক্ত দেশগুলোর মধ্যে সংলাপ ছাড়া এর সমাধান করা সম্ভব না।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।