ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়া সংকট

রাশিয়ার সামরিক উপস্থিতিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র-ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৯, সেপ্টেম্বর ১০, ২০১৫
রাশিয়ার সামরিক উপস্থিতিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র-ন্যাটো ছবি: সংগৃহীত

ঢাকা: সংকটপূর্ণ সিরিয়ায় রাশিয়া তার সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে খবরে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো।

ন্যাটো প্রধান জ্য স্টোলটেনবার্গ বলেছেন, এ খবর সত্যি হলে রাশিয়ার উপস্থিতি সিরিয়ার সংঘাত সমাধানে সহায়ক হবে না।



এদিকে, বুধবার (৯ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি ফোনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভকে তার দেশের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন।

তবে চার বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ার অন্যতম মিত্র রাশিয়ার দাবি, সিরিয়ায় বিশেষজ্ঞ সেনাদল পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের অসমর্থিত এক সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সিরিয়ার উপকূলীয় শহর টাটার্সে মস্কো আরও বিমান ও ট্যাংক অবতরণে সক্ষম জাহাজ পাঠিয়েছে। এ নিয়ে ‍উদ্বিগ্ন হয়ে ওঠে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।