ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিরীয় সরকারের শেষ বড় তেলক্ষেত্রটিও দখলে নিয়েছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, সেপ্টেম্বর ৮, ২০১৫
সিরীয় সরকারের শেষ বড় তেলক্ষেত্রটিও দখলে নিয়েছে আইএস ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের শেষ বড় তেলক্ষেত্রটিও দখল করে নিয়েছে ইসলামিক স্টেট (‌আইএস)।

তবে কবে এই ক্ষেত্রটি বেদখল হয়ে যায়, তার কোনো তারিখ উল্লেখ না করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র বরাত দিয়ে খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।



খবরে বলা হয়, এক রক্তক্ষয়ী লড়াইয়ের পর সিরিয়ার পূর্বাঞ্চলীয় হোমস প্রদেশের জাযাল ক্ষেত্রটি বর্তমানে বন্ধ রয়েছে।

জাযাল মধ্যম আকৃতির একটি তেলক্ষত্র। এটি ‌আইএসের দখলকৃত পালমিরা নগরীর পশ্চিমে অবস্থিত।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।