ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মারা গেলেন খ্যাতিমান হরর চলচ্চিত্র নির্মাতা ওয়েস ক্রাভেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, আগস্ট ৩১, ২০১৫
মারা গেলেন খ্যাতিমান হরর চলচ্চিত্র নির্মাতা ওয়েস ক্রাভেন ছবি: সংগৃহীত

ঢাকা: হরর ছবির প্রখ্যাত পরিচালক ওয়েস ক্রাভেন মারা গেছেন। হলিউডের বিখ্যাত হরর ছবি ‘স্ক্রিম’ এবং ‘নাইটমেয়ার অব এলম স্ট্রিট’ ছবির পরিচালক হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি পান তিনি।

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিলো ৭৬ বছর। রোববার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পারিবারিক সূত্র।

যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের এই বাসিন্দা ইংরেজির শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। একই সঙ্গে তিনি দর্শন এবং লেখালেখির ওপরও গ্রাজুয়েশন সম্পন্ন করেন।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।