ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ম্যানহোলে পড়ে আমিরাতে একই পরিবারের চার সদস্যের মৃত্যু

আন্তর্জাতিকে ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, আগস্ট ৩০, ২০১৫
ম্যানহোলে পড়ে আমিরাতে একই পরিবারের চার সদস্যের মৃত্যু

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় একই পরিবারের চার সদস্য ম্যানহোলে পড়ে মারা গেছেন।

রোববার (৩০ আগস্ট) সকালে ফুজাইরাহ পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।



শনিবার সকালে ওই পরিবারের কর্তা সৈয়দ আবদুল্লাহ (৫০) আকস্মিকভাবে তার বাসার সঙ্গে সংযুক্ত ম্যানহোলে পড়ে যান। পরে তার দুই ছেলে এবং মেয়ের স্বামী তাকে উদ্ধার করতে গেলে প্রচণ্ড বিষাক্ত গ্যাস ও ধোঁয়ায় আক্রান্ত হয়ে তারাও মারা যান।

নিহতরা হলেন-পিতা সৈয়দ আবদুল্লাহ রশিদ, তার দুই ছেলে আহমেদ সাঈদ (২৪) ও আব্দুল আজিজ (২৩) এবং তার মেয়ের স্বামী মোহাম্মদ সৈয়দ মাসউদ (৩৬)।


ফুজাইরাহ পুলিশের কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ আহমেদ বিন আল কাবি বলেন, চারজনের মরদেহ ম্যানহোল থেকে উদ্ধার করে আমিরাতের দিব্বা ফুজাইরাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।