ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বড় ধরনের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, আগস্ট ২৯, ২০১৫
মালয়েশিয়ায় বড় ধরনের বিক্ষোভ ছবি: সংগৃহীত

ঢাকা: আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে নতুন করে ৩৪ ঘণ্টার বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। চতুর্থ দিনের মতো বিক্ষোভে অংশ নিতে হাজার হাজার মানুষ রাজধানী কুয়ালালামপুরে সমবেত হয়েছে।



বিবিসির অনলাইনের খবরে বলা হয়, বিক্ষোভ ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকার রাজধানী ও এর আশেপাশে সমাবেশ ও হলুদ টি-শার্ট নিষিদ্ধ করেছে।

তবে শেষ পর্যন্ত সরকার বিক্ষোভ দমাতে সেনাবাহিনীর সাহায্য নেয় কিনা তার দিকেই সবার নজর থাকবে।

প্রধানমন্ত্রী নাজিব ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট (১এমডিবি) নামের একটি রাষ্ট্রীয় তহবিল থেকে ৭০ কোটি মার্কিন ডলার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে দেশটির মানবাধিকার সংগঠন বেরসিহ বিক্ষোভের ডাক দেয়।

নাজিব তার বিরুদ্ধে আনীত এ অভিযোগ নাকচ করে দিয়েছেন।

‌বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।