ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবি

শতাধিক অভিবাসীর মরদেহ উদ্ধার, বাংলাদেশি থাকার ‍আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, আগস্ট ২৮, ২০১৫
শতাধিক অভিবাসীর মরদেহ উদ্ধার, বাংলাদেশি থাকার ‍আশঙ্কা ছবি: সংগৃহীত

ঢাকা: ভূমধ্যসাগরে দু’টি নৌকাডুবির ঘটনায় শতাধিক অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত একশজন।

মৃত ও নিখোঁজদের মধ্যে ‍বাংলাদেশি নাগরিকও থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাগরের লিবিয়া উপকূলের কাছে পৃথক ওই দুই নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী লিবিয়ান কোস্টগার্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, প্রথম নৌকাটি ডুবে যায় স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে। এতে আরোহী ছিলেন প্রায় অর্ধশত। তারপরই ডুবে যায় দ্বিতীয় নৌকাটি। এতে আরোহী ছিলেন চার শতাধিক।

উদ্ধার মরদেহগুলোকে ত্রিপোলির জুয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা।

আরেক কর্মকর্তা দাবি করেন, ইউরোপ পাড়ি জমানোর উদ্দেশে অভিবাসন প্রত্যাশীরা বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, মরক্কো ও আফ্রিকার সাহারা মরুভূমি সংলগ্ন এলাকা থেকে এসেছিলেন। এছাড়া, জীবিত বা মৃত উদ্ধার অভিবাসন প্রত্যাশীদের ব্যাপারে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

** বাংলাদেশিসহ শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা
** ভূমধ্যসাগর থেকে অর্ধশত অভিবাসীর মৃতদেহ উদ্ধার

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।