ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩১, আগস্ট ২৩, ২০১৫
ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ৯ সংগৃহীত

ঢাকা: ফিলিপাইনে ১১৫ মাইল বেগে আছড়ে পড়া টাইফুন গনিতে মৃতের সংখ্যা সাতজন থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। তবে তাণ্ডব শেষে এটি মোড় নিয়েছে উত্তরে।



শনিবার (২২ আগস্ট) ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের উত্তরাঞ্চলে নিম্নাঞ্চলীয় গ্রামগুলোয় আঘাত হানে বলে জানানো হয় স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

আঘাতের পর এটি দুর্বল হয়ে তাইওয়ান অতিক্রম করে জাপানের দক্ষিণাভিমুখে ধাবিত হচ্ছে।

কোরিয়ান শব্দ ‘গনি’ অর্থ রাজহাঁস। ঝড়ের সঙ্গে বন্যায় অন্তত এক হাজার লোক ঘরছাড়া বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল।

এছাড়া বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। কিছু কিছু্ এলাকার রাস্তা এখানো বন্ধ। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ি-ঘর।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।