ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

এবার ৪৮ লাখ গাড়ি তলব করছে হোন্ডা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, মে ১৪, ২০১৫
এবার ৪৮ লাখ গাড়ি তলব করছে হোন্ডা

ঢাকা: এয়ারব্যাগ জটিলতার কারণে টয়োটা, নিশানের পর এবার বিশ্বব্যাপী ৪৮ লাখ গাড়িকে তলব করতে যাচ্ছে হোন্ডা। তবে তলব করা গাড়িগুলোর মধ্যে কোন কোন মডেল রয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।



একই জটিলতায় বুধবার (১৩ মে) বিশ্বব্যাপী ৬৫ লাখ গাড়িকে তলব করে টয়োটা ও নিশান। ওই ঘটনার মাত্র একদিনের মাথায় জাপানের তৃতীয় বৃহৎ গাড়ি নির্মাতা হোন্ডার এ খবর জানালো আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে এয়ারব্যাগ জটিলতার কারণে শিগগিরই হোন্ডা বিশ্বব্যাপী তাদের বেশ কিছু গাড়ি তলব করতে যাচ্ছে, বুধবার এমনই ইঙ্গিত দিয়েছিল সংবাদমাধ্যম।

গত মার্চে যুক্তরাষ্ট্রে এক লাখ গাড়ি জরুরি তলব করে হোন্ডা, যার কারণও এয়ারব্যাগ জটিলতা।

টয়োটা ও নিশানের তলব করা ৬৫ লাখ গাড়ির মধ্যে পঞ্চাশ লাখই টয়োটার। যার মধ্যে রয়েছে করোলা, ভিটজ-এর মতো বহুল জনপ্রিয় গাড়ি।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মে ১৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।