ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রাজিলে ফুটবল সমর্থকদের ক্লাবে গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, এপ্রিল ২০, ২০১৫
ব্রাজিলে ফুটবল সমর্থকদের ক্লাবে গুলিতে নিহত ৮ ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলে ফুটবল সমর্থকদের একটি ক্লাবে বন্দুকধারীদের গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে দেশটির সবচেয়ে বড় শহর সাও পাওলোতে করিন্থিয়ানস ক্লাবের পাভিলহাও নোভে সমর্থক গোষ্ঠীর ওপর এ হামলা হয় বলে ব্রাজিল পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।



হামলার আগে করিন্থিয়ানস ক্লাবের পরবর্তী ম্যাচের জন্য সমর্থকরা ব্যানার প্রস্তুত করছিলেন বলে জানা গেছে।

হত্যার আগে সেখানে উপস্থিত সমর্থকদের শুয়ে পড়তে নির্দেশ দেয় বন্দুকধারীরা। এরপর সাতজনকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করা হয় বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

নিহত অষ্টম ব্যক্তি পালানর চেষ্টা করলে তাকে গুলি করা হয় বলে জানা গেছে।

মাদক সংক্রান্ত কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।