ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতা পুরসভা নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, এপ্রিল ৮, ২০১৫
কলকাতা পুরসভা নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ছবি : সংগৃহীত

ঢাকা: পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পুরসভা নির্বাচনের বেশিরভাগ আসনই ঝুঁকিপূর্ণ জানিয়ে প্রতিবেদন তৈরি করেছে শহরটির পুলিশ।

বুধবার (০৮ এপ্রিল) কলকাতা পুলিশ রাজ্য নির্বাচন কমিশনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিতে চলেছে বলে এক খবরে জানিয়েছে ভারতের জি নিউজ।



আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা পুরসভা নির্বাচন। এর আগে আইন-শৃঙ্ক্ষলা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়ে রাজ্য পুলিশের কাছে তথ্য চায় রাজ্য নির্বাচন কমিশন। এরই সূত্র ধরে ওই প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানায় জি নিউজ। প্রতিবেদনে কলকাতা পুলিশের আওতাধীন ৪টি ডিভিশনকেই স্পর্শকাতর বলে দেখানো হয়েছে। এছাড়া এক হাজার পাঁচশ’ চারটি মধ্যে সাতশ’ ৮৬টিকেই ঝুঁকিপূর্ণ বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, নির্বাচনে আইনশৃঙ্ক্ষলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সৃষ্টি হয়েছে টানাপোড়েন। এ ব্যাপারে রাজ্য সরকারের অনুরোধে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি কেন্দ্র সরকার। তবে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই নির্বাচন অনুষ্ঠানের পক্ষপাতী রাজ্যের শাসন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
আরএইচ/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।