ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সন্ত্রাসীদের গুলিতে মেক্সিকোতে ১৫ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২১, এপ্রিল ৮, ২০১৫
সন্ত্রাসীদের গুলিতে মেক্সিকোতে ১৫ পুলিশ নিহত ছবি : সংগৃহীত

ঢাকা: মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে এক সন্ত্রাসী হামলায় ১৫ মেক্সিকান পুলিশ নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরো পাঁচ পুলিশ সদস্য।



স্থানীয় সময় সোমবার (০৬ এপ্রিল) গভীর রাতে প্রশান্ত মহাসাগর উপকূলীয় পুয়ের্তো ভ্যালার্তা ও জালিসকো রাজ্যের রাজধানী গুয়াডালাজারার সংযোগ সড়কে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে ২০১০ সালে মিকোয়াকান এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছিলো ১২ পুলিশ সদস্য। এরপর সোমবারের হামলাটিই দেশটিতে সবচেয়ে বড় হামলার ঘটনা বলে মন্তব্য করা হচ্ছে।

জালিসকো মেক্সিকোর কুখ্যাত মাদক চক্রগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘জালিস্কো নিউ জেনারেশন’ এর ঘাঁটি বলে পরিচিত। তবে সোমবারের হামলার পেছনে তাদের হাত রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চত হতে পারেননি তদন্ত কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
আরএইচ/আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।