ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ায় ট্রলার ডুবে ৫৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, এপ্রিল ২, ২০১৫
রাশিয়ায় ট্রলার ডুবে ৫৪ জনের প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ার কামচাতকা উপদ্বীপে ট্রলার ডুবে ৫৪ জনের প্রাণহানি হয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ ঘটনায় ৬৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।



সংবাদমাধ্যম জানায়,  ইঞ্জিনের ভেতর পানি ঢুকে গেলে মাত্র ১৫ মিনিটেই ডালনি ভস্তক ফ্রিজার নামের ট্রলারটি ডুবে যায়।   এ সময় ট্রলারটিতে ১৩২ জন মানুষ ছিলেন।

ট্রলারটির ১৩২ জনের মধ্যে ৭৮ জন রাশিয়ান নাগরিক। বাকিরা লাটভিয়া, ইউক্রেন, মায়ানমার এবং ভানুয়াতুর নাগরিক বলে জানা গেছে।

জীবিতদের উদ্ধারে দুই ডজন উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে উপস্থিত হলেও, প্রচণ্ড ঠাণ্ডায় পানি বরফ হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।