ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পেরুতে বাস খাদে পড়ে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, মার্চ ৩১, ২০১৫
পেরুতে বাস খাদে পড়ে নিহত ১৬ ছবি: সংগৃহীত

ঢাকা: পেরুতে বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছে অন্তত ১৬ আরোহী। এছাড়া ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪৯ জন।



মঙ্গলবার (৩১ মার্চ) পেরুর দক্ষিণাঞ্চলে নাযকা শহরের সাথে পুকু‌ইও শহরের সংযোগকারী সড়কে আয়াকুচো পার্বত্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ প্রধান অরফাইলস ব্রাভো জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে প্রায় এক হাজার মিটার (তিন হাজার ফুট) গভীর খাদে পড়ে যায়।

আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক জানিয়ে ব্রাভো বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।