ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দেখা দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, মার্চ ১৬, ২০১৫
দেখা দিলেন পুতিন

ঢাকা: ১০ দিন ‘আড়ালে’ থাকার পর জনসমক্ষে আসলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বাস্থ্যের অবনতি হয়েছে এমন গুঞ্জনের মধ্যেই তিনি দেখা দিলেন।



পুতিনের টুইটারে সেন্ট পিটার্সবার্গে কিরগিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের ছবি প্রকাশ করা হয়। সেখানে দুই প্রেসিডেন্টকে করমর্দন অবস্থায় দেখা যায়।

রাশিয়ান সংবাদ সংস্থা আরআইএ নভোস্টি’র প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।

নিজের স্বাস্থ্য সম্পর্কে পুতিন বলেন, গসিপ (গুজব) ছাড়া সব কিছু একঘেঁয়ে হয়ে যায়।

এর আগে সর্বশেষ পুতিনকে দেখা গেছে গত ৫ মার্চ। সেদিন তিনি ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সঙ্গে বৈঠক করেন।

** গায়েব হয়ে গেছেন পুতিন!

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ১৬, মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।