ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিনাইয়ে বোমা হামলায় ২৫ মিশরীয় পুলিশ আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, মার্চ ১০, ২০১৫
সিনাইয়ে বোমা হামলায় ২৫ মিশরীয় পুলিশ আহত

ঢাকা: মিশরের সিনাই উপদ্বীপে এক বোমা হামলায় ২৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সিনাইয়ের রাজধানী আল-আরিশ শহরের একটি পুলিশ ব্যারাকে এই হামলার ঘটনা ঘটে।

এটি আত্মঘাতী হামলা বলে জানিয়েচে মিশরীয় কর্তৃপক্ষ।

এর আগে গত সোমবারও (০৯ মার্চ) এল-আরিশে এক বোমা হামলায় নিহত হয় তিন মিশরীয সেনা। ওই ঘটনায় আহত হয় আরো তিন সেনা।

২০১৩ সালের জুলাইতে সামরিক অভ্যুত্থানে মিশরের ইতিহাসে প্রথমবারের মত গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকেই এই অঞ্চলে মিশরীয় সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়ছে স্থানীয় বিদ্রোহীরা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।