ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, মার্চ ১০, ২০১৫
আর্জেন্টিনায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০ ছবি : সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে পাইলটসহ ১০ জন নিহত হয়েছেন।

সোমবার (০৯ মার্চ) দেশটির লা রোজা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম।



পাইলট বাদে নিহত অপর আরোহীরা ফ্রান্সের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। তারা ফ্রেঞ্চ রিয়ালিটি শো ‘ড্রপড’-এ অংশগ্রহণ করছিল।

লা রোজা’র নিরাপত্তা প্রধান সিজার অ্যাঙ্গুলো সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় কেউই বেঁচে নেই। পাইলট দু’জন আর্জেন্টিনার এবং যাত্রীরা ফ্রান্সের নাগরিক বলে নিশ্চিত করেন তিনি।

যাত্রীদের মধ্যে ফ্রান্সের অলিম্পিক সাঁতারু ক্যামিলে মাফেট (২৫) এবং বক্সার এলেক্সিস ভ্যাস্টাইনও (২৮) ছিলেন বলে জানা গেছে।

দুই হেলিকপ্টারের মধ্যে একটি প্রাদেশিক সরকারের। অপর হেলিকপ্টারটি আর্জেন্টিনার ভিলা কাস্টেলি গ্রামে রিয়েলিটি শো ‘ড্রপড’ পরিচালনাকারী সংস্থার।

সংস্থাটি গত তিন বছর ধরেই ভিলা কাস্টেলিতে এই রিয়েলিটি শো’র আয়োজন করে আসছে বলে জানান সিজার।

তবে কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, এখন পর্যন্ত তা জানাতে পারেনি আর্জেন্টেনীয় কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনায় ফরাসি নাগরিকদের মৃত্যুর ঘটনায় এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।