ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

তালিবানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান-আফগানিস্তান একমত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, এপ্রিল ১৬, ২০১১
তালিবানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান-আফগানিস্তান একমত

কাবুল: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই শনিবার জঙ্গিগোষ্ঠী তালিবানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছেন।

এ মুহূর্তে গিলানি আফগানিস্তানে বিশেষ সফরে রয়েছেন।

দুই নেতা সন্ত্রাসবাদ মোকাবিলা ও তালিবানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলেন। এর পর যৌথ সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান।

কারজাই বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের যৌথ শান্তি কমিশন পাকিস্তান হালনাদাগ করেছে। শান্তি কমিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, গোয়েন্দাপ্রধান এখন থেকে শান্তি কমিশনের প্রতিনিধিত্ব করবে। আগামীতে ইসলামাবাদে কারজাইয়ের সফরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও তিনি জানান।

আলোচনায় যুক্তরাষ্ট্র থাকবে কি না জানতে চাইলে গিলানি বলেন, এ নিয়ে টেবিলে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আলোচনায় যা-ই সিদ্ধান্ত নেওয়া হোক তা কেবল আফগানিস্তান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র নেবে।

২০০১-এর ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার আগে তালিবানের প্রধান সমর্থক ছিল পাকিস্তান। এ হামলার পর পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রে পরিণত হয়।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।