ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ক্ষমতা ছাড়তে রাজি ইয়েমেনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, এপ্রিল ১১, ২০১১
ক্ষমতা ছাড়তে রাজি ইয়েমেনের প্রেসিডেন্ট

সানা: ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ সোমবার দেশটির রাজনৈতিক সংকট সমাধানে উপসাগরীয় দেশগুলোর হস্তক্ষেপকে স্বাগত জানান। তিনি বলেন, শান্তিপূর্ণ উপায়ে সাংবাবিধানিক সম্মতিক্রমে তিনি ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত।

তার অফিস থেকে একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্টের ক্ষমতায় আঁকড়ে থাকার কোনো আগ্রহ নেই। সংবিধান মতে শান্তিপূর্ণ উপায়ে ও সহজভাবে তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান। ’

এতে বলা হয়, ইয়েমেনের বর্তমান সংকট সমাধানে উপসাগরীয় সহায়তা পরিষদের (জিসিসি) ভাইদের (দেশগুলোর) প্রচেষ্টাকে আবারও স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট।

তবে সালেহ পদত্যাগ করবেন কি না বিবৃতিতে এ ব্যাপারে পরিষ্কার করা হয়নি। জিসিসির প্রস্তাব ছিল, সালেহ ক্ষমতা থেকে সরে তার ডেপুটি আবদ্রাবুহ মনুসর হাদির কাছে ক্ষমতা তুলে দেবেন।

১৯৭৮ সাল থেকে সালেহ দেশটির ক্ষমতায় আছেন। গত জানুয়ারির শেষ দিকে তার বিরুদ্ধে দেশজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। গত শুক্রবার জিসিসির সদস্য দেশ কাতারের প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম আল-থানি প্রেসিডেন্ট সালেহর উদ্দেশে পদত্যাগের আহ্বান জানালে তিনি তা নাকচ করে দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।