গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ত্রাণ সহায়তা নিতে অপেক্ষমান সাতজনও রয়েছেন।
স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শুক্রবার (১৫ আগস্ট) ভোর থেকে এ পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর মিলেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার পাশাপাশি সর্বশেষ ২৪ ঘণ্টায় অনাহারে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অবরুদ্ধ গাজায় অনাহারে মৃত ফিলিস্তিনির সংখ্যা ২৩৯-এ পৌঁছেছে, যার মধ্যে ১০৬ শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার অজুহাতে দখলদার ইসরায়েলের আগ্রাসন ও নির্বিচারে হামলায় গাজায় এ পর্যন্ত ৬১ হাজার ৭৭৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৫৪ হাজার ৯০৬ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু। এজন্য জাতিসংঘ গাজাকে ‘শিশুদের গোরাস্থান’ বলেও বর্ণনা করে।
এদিকে, গাজা থেকে দূরে পশ্চিম তীরের ‘ই-ওয়ান’ এলাকায় ইহুদীদের জন্য তিন হাজারের বেশি বাড়ি নির্মাণের অনুমোদনের ইচ্ছা প্রকাশের পর ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে।
জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা শেষ করে দেবে।
আর ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি প্রধান কজা কাল্লাস পরিকল্পনাটিকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ আখ্যা দিয়ে নিন্দা জানান।
এনডি/এইচএ/