ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বিদ্যুৎ বিল দেখেই মারা গেলেন দিনমজুর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, অক্টোবর ২৬, ২০১৪
বিদ্যুৎ বিল দেখেই মারা গেলেন দিনমজুর!

ঢাকা: হতদরিদ্র লোকটির নুন আনতে পানতা পুরোয় অবস্থা। কোনো মতে দু’বেলা দু’মুঠো খেয়ে দিন গুজরান করেন।

কিন্তু দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও দিন গুজরান করা সইলো না তার। মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিলের কাগজ পেয়ে হার্ট অ্যাটাক করে মারা গেলেন তিনি।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাঞ্চলীয় বিহার অঙ্গরাজ্যের গোপালগঞ্জ জেলার ইমিলিয়া গ্রামে। আর ঘটনার শিকার ফেকু রাম নামে এক দিনমজুর। দুই লাখ ৪ হাজার ৯৫২ রুপির বিদ্যুৎ বিল দেখেই তার মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জের ভোর পুলিশ জানায়, দারিদ্র্য সীমার নিচে (বিপিএল) বসবাসকারী ফেকু রামের খড়ের তৈরি বাড়িতে ২০০৯ সালে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। প্রথম দফায় তিনি ৬০০ রুপির বিদ্যুৎ বিল পান। এরপর আর কোনো বিদ্যুৎ বিল না পাওয়ায় তিনি ভাবতে থাকেন  সরকার দারিদ্র্যের কারণে হয়তো তার বিদ্যুৎ বিল মওকুফ করে দিয়েছে।

কিন্তু মাসখানেক আগে তাকে দুই লাখ রুপিরও বেশি বিদ্যুৎ বিল ধরিয়ে দিয়ে দ্রুত পরিশোধ করতে বলা হয়, অন্যথায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।

‘অসম্ভব’ এই বিদ্যুৎ বিল পেয়েই স্তম্ভিত হয়ে যান ফেকু রাম। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। এরপর গত বুধবার তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জ্যেষ্ঠ বিদ্যুৎ কর্মকর্তা কুমার গৌরব বলেন, আমরা মূল ঘটনা জানার চেষ্টা করছি। যদি বিলটি ভুল হয়ে থাকে তবে তা সংশোধন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।