ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বতসোয়ানার প্রেসিডেন্ট খামা পুনর্নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, অক্টোবর ২৬, ২০১৪
বতসোয়ানার প্রেসিডেন্ট খামা পুনর্নির্বাচিত ইয়ান খামা

ঢাকা: আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ বতসোয়ানার জাতীয় সংসদ নির্বাচনে আবারও জয়লাভ করেছে স্বাধীনতায় নেতৃত্ব দেওয়া ডেমোক্রেটিক পার্টি (বিডিপি)। বিডিপির এ বিজয়ে টানা দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পাচ্ছেন দলটির নেতা ইয়ান খামা।



নির্বাচনে ৫৭টি সংসদীয় আসনের মধ্যে বিডিপি ৩৩টি আসন জিতে নেওয়ায় পরবর্তী পাঁচ বছরের জন্যও খামার দায়িত্ব পালন নিশ্চিত হয়।

শুক্রবারই আফ্রিকার শীর্ষ স্বর্ণোৎপাদক দেশটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে স্বাধীনতায় নেতৃত্ব দেওয়া বিডিপিকে পুনর্নির্বাচিত করে দেশটির জনগণ। ৪৮ বছর আগে ব্রিটিনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে বতসোয়ানার রাষ্ট্র পরিচালানার দায়িত্ব পালন করে যাচ্ছে বিডিপি।

গত ২০০৯ সালের নির্বাচনে ৭৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পর এবারও বিডিপির নির্বাচিত হওয়া প্রত্যাশিত ছিল।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।