ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, অক্টোবর ২৫, ২০১৪
নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৪ ছবি: সংগৃহীত

ঢাকা: নেপালে ইসরায়েলি পর্যটকসহ একটি বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে গেলে ১৪ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে দুইজন ইসরায়েলি পর্যটকও রয়েছেন।



শনিবার নেপালি পুলিশ জানিয়েছে, শুক্রবার বিদেশি পর্যটকসহ শতাধিক যাত্রী নিয়ে একটি বাস দীপাবলি উৎসবে যোগ দিতে পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় লাংতাং ট্রেকিং এলাকায় ৩৩০ ফুট নিচে পড়ে যায়।

এতে করে ১৪ জন নিহত এবং বেশ কয়েক জন আহত হন। আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।   নিহতদের মধ্যে নারীও রয়েছেন।

এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম জানাচ্ছে, আহতদের মধ্যে চারজন ইসরায়েলি নাগরিকও রয়েছেন।

নেপালি পুলিশ জানায়, তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। দুর্ঘটনা স্থল নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৫০ কিলোমিটার দূরে।

অপরদিকে, সংবাদমাধ্যম জানাচ্ছে, খাড়া পাহাড়ি রাস্তার রক্ষণাবেক্ষণের অভাবে এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

শুক্রবার রাতে দীপাবলি উদযাপন করতে যাত্রীরা বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।