ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কানাডায় হামলার সঙ্গে আইএসের সম্পৃক্ততা নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, অক্টোবর ২৪, ২০১৪
কানাডায় হামলার সঙ্গে আইএসের সম্পৃক্ততা নেই ছবি: সংগৃহীত

ঢাকা: কানাডার অটোয়ায় পার্লামেন্ট ভবনে হামলার সঙ্গে  ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সম্পৃক্ততা পাওয়া যায়নি।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বিবিসিকে একথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড বলেন, হামলাকারী মাইকেল-বিবু মৌলবাদ দ্বারা প্রভাবিত কিন্তু তবে উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকায় তার নাম নেই।

বুধবার পার্লামেন্ট ভবনে হামলার আগে বিবু ওয়ার মেমোরিয়ালে এক সেনা সদস্যকে গুলি করে হত্যা করেন। পরে অবশ্য তিনিও গুলিতে মারা যান।

এই নিয়ে অটোয়া পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছে।

বিবিসির সঙ্গে সাক্ষাতকারে বেয়ার্ড বলেন, ইসলামিক স্টেটের সঙ্গে বিবুর যোগসাজশ রয়েছে এমন তথ্যে আমাদের হাতে নেই। বিবু যা করেছেন এর চেয়েও বেশি ক্ষতি তিনি করতে পারতেন।

তবে তিনি যেসব কানাডিয়ানরা ইরাক ও সিরিয়ায় যুদ্ধ করতে গেছেন তাদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

মাসখানেক আগে শতাধিক কানাডিয়ান মধ্যপ্রাচ্যে জিহাদের জন্য গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।